বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে আজ সন্ধ্যা পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মোট ৫৮ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
আজ রোববার ৪ ফেব্রুয়ারি রাতে বিজিবি’র পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
তারা সবাই নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে পালিয়ে এসেছেন। তাদের অস্ত্র ও গুলি বিজিবি’র হেফাজতে রাখা হয়েছে।
এর আগে আজ সকালে ১৪ জন বিজিপি সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন। পরে দুপুর ও বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্ত দিয়ে আহত অন্তত ১০ জনসহ ৪৪ জন বিজিবি’র কাছে আশ্রয় চান।

এদিকে বিজিবি সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তা চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।