বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ‘৩’ আনক্যাপড

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ‘৩’ আনক্যাপড
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ‘৩’ আনক্যাপড

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এই স্কোয়াডে ৩ জন আছেন আনক্যাপড।

২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী সিমার উইল ও’রউরকি ও ২১ বছর বয়সী লেগ স্পিনার আদি আশোক প্রথমবারের মত কিউইদের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

এর আগে আদি আশোক অবশ্য আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আশোক নেই ১ম ওয়ানডের স্কোয়াডে, সেখানে আছেন ইশ সোধি। বাকি দুই ম্যাচে সোধির জায়গায় স্কোয়াডে ঢুকবেন তিনি।

টম ল্যাথামের নেতৃত্বাধীন দলে ৭ জন ক্রিকেটার আছেন যারা ভারত বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-

টম ল্যাথাম (অধিনায়ক), আদি আশোক (২য় ও ৩য় ম্যাচের জন্য), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ  ক্লার্কসন, জ্যাকব ডুফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রউরকি, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (১ম ম্যাচের জন্য) ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি-

১ম ওয়ানডে- ১৭ ডিসেম্বর, ডুনেডিন
২য় ওয়ানডে- ২০ ডিসেম্বর, নেলসন
৩য় ওয়ানডে- ২৩ ডিসেম্বর, নেপিয়ার

১ম টি-টোয়েন্টি- ২৭ ডিসেম্বর, নেপিয়ার
২য় টি-টোয়েন্টি- ২৯ ডিসেম্বর, মাউন্ট মাউঙ্গানুই
৩য় টি-টোয়েন্টি- ৩১ ডিসেম্বর, মাউন্ট মাউঙ্গানুই।

Scroll to Top