Last Updated:
জাল টানার পর যা ধরা পড়ল, তা দেখে চমকে উঠলেন তিনিই নয়, গোটা গ্রাম। মাছ নয়, জালের ভেতর কুণ্ডলী পাকিয়ে রয়েছে আস্ত এক বিশাল অজগর!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: প্রতিদিনের মতো সাহু নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এক মহিলা। জাল টানার পর যা ধরা পড়ল, তা দেখে চমকে উঠলেন তিনিই নয়, গোটা গ্রাম। মাছ নয়, জালের ভেতর কুণ্ডলী পাকিয়ে রয়েছে আস্ত এক বিশাল অজগর! সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জলডুমুর পাড়ার পিপলতলা কলোনি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীমতি সাহানি নামে এক মহিলা প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় সাহু নদীতে মাছ ধরার জন্য জাল বিছিয়ে দেন। সোমবার সকালে সেই জাল টানতেই তাঁর চোখে পড়ে অস্বাভাবিক দৃশ্য। মাছের পরিবর্তে জালে আটকে রয়েছে একটি অজগর সাপ। মুহূর্তে ভয়ে চিৎকার শুরু হলে আশেপাশের মানুষজন ছুটে আসেন। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
অজগর উদ্ধারের ঘটনাটি শুধু আতঙ্ক নয়, একই সঙ্গে নদী ও আশেপাশের পরিবেশে বন্যপ্রাণীর অস্তিত্বের কথাও মনে করিয়ে দিল বলে মত স্থানীয়দের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 18, 2025 5:48 PM IST