বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১ জুলাই) ভিসি চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়।

এতে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। র‍্যালিটি শেষ হয় টিএসসিতে। পরে টিএসসির পায়রা চত্বরে পরিবেশিত হয় জাতীয় সংগীত, উত্তোলন করা হয় জাতীয় পতাকা। দিবসটি ঘিরে উৎফুল্ল ঢাবি শিক্ষার্থীরা। এ সময় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান। বিদেশি শিক্ষার্থীরাও এতে বিশেষ সংগীত পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণ করেন।

এ সময়, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, বৈষম্যহীনভাবে সবাইকে নিয়ে চলতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আন্দোলনের পর এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বেড়েছে বলেও জানান তিনি।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। সকালে এ শীর্ষক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অপরদিকে, ঢাবির ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চশিক্ষার প্রসার, জ্ঞানচর্চা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা রেখে আসছে।

/এএইচএম

Scroll to Top