বড় জয়ে ফাইনালে বাংলাদেশ, সঙ্গী সাউথ আফ্রিকা | চ্যানেল আই অনলাইন

বড় জয়ে ফাইনালে বাংলাদেশ, সঙ্গী সাউথ আফ্রিকা | চ্যানেল আই অনলাইন

জিম্বাবুয়েতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল খেলছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।বাংলাদেশের যুবারা শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ৮ উইকেটে। দুই ম্যাচ হাতে রেখে সিরিজে চার ম্যাচ খেলে তিন জয় নিশ্চিত করেছে যুবা টিম টাইগার্স। তাতে নিশ্চিত হয়েছে যুবাদের ফাইনালে খেলাও।

হারারেতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। বোলারদের তাণ্ডবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ৮৯ রানে। লাল-সবুজরা জবাবে খেলতে নেবে ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে তুলে নেয় জয়।

বাংলাদেশের বোলাররা সবাই নেন উইকেট। ইকবাল হোসাইন ইমন ২৭ রানের খরচায় নেন ৪ উইকেট। সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম নেন দুই উইকেট করে। রাফি ও রিজান নেন একটি করে উইকেট।

ছোট লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের জয়ের কাণ্ডারী হন ওপেনার আজিজুল হাকিম। ৪৯ বল খেলে অপরাজিত ৪৭ রান করেন তিনি। ইনিংস সাজানো ছয় চার ও এক ছক্কায়। আরেক ওপেনার রিফাত বেগ খুলতে পারেননি রানের খাতা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। রিজান হোসেন করেন অপরাজিত ২১ রান। কালাম সিদ্দিকি করেন ২০ রান।

ত্রিদেশীয় সিরিজটিতে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলবে তিনটি করে ম্যাচ। যুবারা ইতিমধ্যে উভয় দলের সাথে দুটি করে ম্যাচ খেলেছে। চার ম্যাচে তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ। সমান সংখ্যক খেলে স্বাগতিক জিম্বাবুয়ে সবকটি ম্যাচ হেরেছে।

সাউথ আফ্রিকা ও বাংলাদেশ জিতেছে সমানসংখ্যক ম্যাচ। প্রোটিয়া ও টিম টাইগার্স ১০ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে খেলবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটির ফাইনাল।

Scroll to Top