বক্স অফিসে অপ্রতিরোধ্য এই বাংলা ছবি | চ্যানেল আই অনলাইন

বক্স অফিসে অপ্রতিরোধ্য এই বাংলা ছবি | চ্যানেল আই অনলাইন

“অপ্রতিরোধ্য। অতুলনীয়। অবিশ্বাস্য।”- নিজের অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’র ১৫ দিনের বক্স অফিস আয়ের হিসেব শেয়ার করে এভাবেই বললেন পশ্চিম বঙ্গের তারকা অভিনেতা দেব।

শুক্রবার সকালে নিজের ফেসবুকে ‘ধূমকেতু’র ১৫ দিনের আয় প্রকাশ করেন অভিনেতা ও প্রযোজক দেব। যেখানে তিনি জানান, ‘ধূমকেতু’ ২ সপ্তাহে (১৫ দিন) বক্স অফিসে ঝড় তুলেছে, আয় করেছে এখন পর্যন্ত ২১.৩৬ কোটি রুপি!

দেব এটিকে “বাংলা সিনেমার ইতিহাসে এক রেকর্ড গড়া সাফল্য!” বলে উল্লেখ করেন।

মুক্তির প্রথম দিনে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব অর্জন করে কৌশিক গাঙ্গুলীর এই ‘ধূমকেতু’। এর পর থেকে চমক দেখিয়েই যাচ্ছে সিনেমাটি।

প্রায় এক দশক ধরে থেমে থাকা ‘ধূমকেতু’ প্রকল্পটি ২০১৫ সালে শুটিং শেষ হলেও প্রযোজক দেব ও রানা সরকার-এর মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছবিটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় এক দশক একসঙ্গে পর্দায় আসেননি।

রুদ্রণীল ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তীও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

Scroll to Top