ফিলিপসের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের কাছ বড় ব্যবধানেই হারল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

ফিলিপসের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের কাছ বড় ব্যবধানেই হারল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে ট্রাই নেশন সিরিজ খেলছে পাকিস্তান। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে তিনশতাধিক রানের সংগ্রহ গড়েছিল নিউজল্যান্ড। তা তাড়া করতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। ৭৮ রানের বড় পরাজয় নিয়ে সিরিজ শুরু করেছে তারা।

লাহোরে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় কিউইবাহিনী। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৩০ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৪৭.৫ ওভার ব্যাট করে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

কিউইদের হয়ে দারুণ করেছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। ছয়টি চার ও সাত ছক্কায় ৭৪ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ফিলিপস। ৮৪ বলে ৮১ রান করেন ড্যারিল মিচেল। এছাড়া ৮৯ রানে ৫৮ রান করেন কেন উইলিয়ামসন। ২৩ বলে ৩১ রান করেন ব্রেসওয়েল।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। আবরার আহমেদ নেন দুটি উইকেট।

জবাবে নেমে ফখর জামান ভালো শুরু এনে দেন। ৬৯ বলে ৮৪ রান করেন পাকিস্তান ওপেনার। তবে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। অন্যদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাকিদের মধ্যে সালমান আঘা ৫১ বলে ৪০ রান এবং তৈয়ব তাহির ২৯ বলে ৩০ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। এছাড়া ব্রেসওয়েল নেন দুটি উইকেট।

১০ ফেব্রুয়ারি একই ভেন্যুতে সাউথ আফ্রিকার মুখোমুথি হবে নিউজিল্যান্ড। আর ১২ জানুয়ারি করাচিতে স্বাগতিকদের মোকাবেলা করবে প্রোটিয়ারা।

Scroll to Top