ফতুল্লায় ডাইং মেশিনের গরম পানি পড়ে ২ শ্রমিক দগ্ধ | স্বাস্থ্য

ফতুল্লায় ডাইং মেশিনের গরম পানি পড়ে ২ শ্রমিক দগ্ধ | স্বাস্থ্য

<![CDATA[

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল মিলে কাজ করার সময় ডাইং মেশিনের ঢাকনা খুলে গরম পানি পড়ে ২ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন হেলপার মো. জুয়েল (২২) ও অপারেটর নেসার উদ্দিন (২৫)।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বার্ন ইনস্টিটিউটের দায়িত্বর চিকিৎসকরা জানান, জুয়েলের শরীরে ২৬ শতাংশ ও নেসারের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন: গ্যাস স্থানান্তরের সময় আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৫

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, নেসারকে আইসিইউতে রাখা হয়েছে। দুজনের অবস্থাই গুরুতর।

চিকিৎসাধীন মো. জুয়েল জানান, তারা ফতুল্লার “রহমান নিট গার্মেন্টস” নামে একটি টেক্সটাইল মিলে কাজ করেন। রাতে যখন তারা কারখানাতে কাজ করছিলেন তখন ডাইং মেশিন থেকে গরম পানি ছিটকে তাদের শরীরে পড়ে।

মেশিনটির ঢাকনা ভালোভাবে লক করা হয়েছিল না বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
 

]]>

Scroll to Top