প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললো বিএনপি-জামায়াত-এনসিপি  | চ্যানেল আই অনলাইন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললো বিএনপি-জামায়াত-এনসিপি  | চ্যানেল আই অনলাইন

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জুন) বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে নিজেদের অবস্থান গণমাধ্যমের কাছে তুলে ধরেন বিএনপি-জামায়েতে ইসলামী-জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বোঝাতে সক্ষম হয়েছেন যে, নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। এরপর জুলাই সনদ হবে। সেখানে আমরা সই করবো।

জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয়, তাহলে সংস্কারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেভাবে চলছে তাতে তাদের ওপর আস্থা নেই।

প্রসঙ্গত দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন। সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ করতে সব দল একমত হয়েছে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় পর্যায়ের সংলাপে চেষ্টা করা হবে।

Scroll to Top