প্রধানমন্ত্রীর প্যারিস সফরে চূড়ান্ত চুক্তির আশা

প্রধানমন্ত্রীর প্যারিস সফরে 
চূড়ান্ত চুক্তির আশা
প্রধানমন্ত্রীর প্যারিস সফরে 
চূড়ান্ত চুক্তির আশা

ফরাসি রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্কের কৌশলগত সহযোগিতায় মহাকাশ ও আকাশপথে সংযুক্তি, প্রতিরক্ষা এবং অন্তর্জাল ও সাইবারসংক্রান্ত বিষয়গুলো রয়েছে।

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ ও স্যাটেলাইটের বিষয়ে শেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মারি মাসদুপুঁই বলেন, ‘গত ছয় মাসে এয়ারবাস গ্রুপের নির্বাহী কমিটির তিন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশে এসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের প্রত্যাশা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন প্যারিস সফরে এসব বিষয় নিয়ে চুক্তি চূড়ান্ত হবে। আমাদের দেওয়া প্রস্তাবটাই সবার সেরা। এ কারণেই আমরা বেশ আশাবাদী।’

মারি মাসদুপুঁই জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এই মুহূর্তে প্যারিস সফর করছেন।

Scroll to Top