প্রথম টি-টোয়েন্টিতে টাইগার যুবাদের সংগ্রহ ১৫৯ রান – Allrounder BD

প্রথম টি-টোয়েন্টিতে টাইগার যুবাদের সংগ্রহ ১৫৯ রান – Allrounder BD

প্রথম টি-টোয়েন্টিতে টাইগার যুবাদের সংগ্রহ ১৫৯ রান – Allrounder BD

পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৫৯ রান সংগ্রহ করেছে টাইগার যুবারা। জিততে হলে পাকিস্তান যুবাদের করতে হবে ১৬০ রান।

আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই টাইগার ওপেনার ব্যাটার জিসান আলম ও মইনুল ইসলাম তন্ময়। ৯.১ ওভারে ৭২ রানের জুটি গড়েন দুই ওপেনার। আউট হওয়ার আগে ঝড়ো ফিফটি তুলে নেন জিসান। মাত্র ২৬ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন তরুণ এই ওপেনিং ব্যাটার। তিনি আক্রমনাত্মক খেললেও তন্ময় দেখেশুনে খেলেন। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২১ রান। দুই ওপেনিং ব্যাটার ফিরে যাওয়ার পর ক্রিজে এসে দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেন আহরার ইসলাম পিয়ান। ১০ বল খেলে ৩ ছক্কায় তিনি করেন ২০ রান।

এরপর আরিফুল ইসলাম ও আশিকুর রহমান মিলে বাংলাদেশের সংগ্রহকে  দিকে নিয়ে যান। আরিফুল খেলেন ২৫ বলে ৩০ রানের ইনিংস। আশিকুর অপরাজিত থাকেন ১২ বলে ১ ছক্কায়  করে ১৮ রান।

পাকিস্তান যুবাদের পক্ষে ২টি উইকেট নেন আহমেদ হুসাইন। ১ টি করে উইকেট নেন যথাক্রমে আমির হাসান, আলি আশফান্দ ও মুহাম্মাদ তাহির।

Scroll to Top