প্রতি বছর একাধিক ছবি করতে চান নিশো | চ্যানেল আই অনলাইন

প্রতি বছর একাধিক ছবি করতে চান নিশো | চ্যানেল আই অনলাইন

দু’বছর হলো ছোটপর্দাকে বিদায় জানিয়েছেন আফরান নিশো। বড়পর্দায় ‘সুড়ঙ্গ’ করে প্রায় দেড় বছর মিসিং এই অভিনেতা। তার অনুসারী চাইছিলেন তিনি কামব্যাক করুন। তাই হতে যাচ্ছে!

নিশো জানান, এখন থেকে তিনি সিনেমাটাই বেশি বেশি করবেন। আগামীতে যে কাজগুলো করবেন সেগুলোর লাইনআপ রেডি হচ্ছে। প্রযোজনা সংস্থা থেকে আপডেটগুলো জানাবে।

বুধবার (৩০ অক্টোবর) রাতে গুলশান ক্লাবে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আফরান নিশো। অনুষ্ঠান শেষে গণমাধ্যমে তিনি বলেন, “আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্যই বেশি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আসলে ওইভাবে আর কোনো কনটেন্টে কাজ করিনি। আপাতত নাটক পজ দেয়া আছে। যদিও অনেকেই বলেছেন নতুন কাজে সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। তিনি যখন দিক-নির্দেশনা দেন তখন সেটা ঘটে। আমি সবসময় পজিটিভ থাকি।”

নিশো বলেন, আমার প্রথম ছবির প্রতি ব্যক্তিগতভাবে মাতামাতি থাকবে। এজন্য আমাকে বেশি বেশি ভাবতে হবে। আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। ভেবেছিলাম মডেলই হবো। নাটক শুরু করার পর যখন দর্শকদের কাছ থেকে গুড ভাইভ পাই, তখনো ভাবিনি আমি অভিনেতা হবো। পরে কাজ করতে গিয়ে যখন ইচ্ছা তৈরি হয়, প্যাশন কাজ করে, পাশাপাশি যখন প্রফেশনালি কাজটা করতে পারছি, তখন প্রপারলি অভিনয়টা শুরু করি। একজন অভিনেতা অভিনয় করবে এটাই তার কাজ, আমিও সেটা চেষ্টা করে যাচ্ছি।

GOVT

প্রতি বছর একাধিক সিনেমায় কাজ করার বিষয়টি জানিয়ে নিশো বলেন, আমার খুব ইচ্ছা যে, প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসার। আমার সঙ্গে যেসব পরিচালক-প্রযোজকের সম্পর্ক ভালো তারাও কিন্তু এটা চায়। তবে শুধু সিনেমা নয়, যেকোনো ভালো গল্পের কাজের পাশাপাশি ভালো পারফর্ম করতে চাই।

Chokroanimation

Scroll to Top