ওয়ানডে সিরিজের পর সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে চার দিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ এ দল। প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে নুরুল হাসান সোহানের দল। বাংলাদেশ কিউইদের অলআউট করতে না পারলেও তাদের বড় সংগ্রহ করতে দেয়নি। বল হাতে চমক দেখিয়েছেন ওপেনার ব্যাটার এনামুল হক বিজয়।
দুর্দান্ত বল করেছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। তার সাথে যোগ দিয়েছিলেন উইকেটকিপার ব্যাটার এনামুল বিজয়। এ দুই পেসারকে সামলে প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে জো কার্টারের দল। খালেদের ৪ উইকেটের পর বিজয় নিয়েছেন ৩ উইকেট।
সিলেটে সকালে টসে জেতে বাংলাদেশ। নুরুল হাসান সোহান নিউজিল্যান্ডকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান। সারাদিন মোট ৬৪ ওভারের খেলা হয়েছে। জাতীয় দলের তারকায় ঠাসা বোলিং লাইনআপের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি কিউইরা।
নিউজিল্যান্ডের মিচেল হে সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত আছেন। ১২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন সকালে তাকে সঙ্গ দেবেন ক্রিস্টিয়ান ক্লার্ক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন ডিন ফক্সক্রাফট।
নিউজিল্যান্ডের পড়া ৮ উইকেটের সাতটি নিয়েছেন খালেদ ও বিজয়। খালেদ ১৬ ওভারে ৪৭ রান দিয়েছেন, বিজয় ৯ ওভারে ৩১ রান দিয়েছেন। বাকি উইকেটটি ঢুকেছে এবাদত হোসেনের পকেটে।