এত দিন শিক্ষার্থীদের এ–জাতীয় কোর্সের ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হতো। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের ফলে সার্টিফিকেট কোর্সের মাধ্যমে শিক্ষা গ্রহণে উৎসাহিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেশাগত দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যাংকগুলো খরচের অর্থ পাঠাতে পারবে। তবে খরচ পাঠানোর সময় ব্যাংকগুলোকে কয়েকটি বিষয় যাচাই করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীর ঘোষণাপত্র, ডিমান্ড নোট, চালান, পরীক্ষার ফি, নোটিশ ইত্যাদি।