অস্ট্রেলিয়ায় বসা টপ এন্ড টি-টুয়েন্টিতে পাকিস্তান ‘এ’ দল শাহিনসের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানরা পাকিস্তানের কাছে হেরেছেন ৭৯ রানে। ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের ইয়াসির খান।
ডারউইনের টিআইও স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মুহাম্মদ ইরফান খান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে তার দল। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৪৮ রানে। ৭৯ রানের জয় তোলে পাকিস্তানের দলটি।
বাংলাদেশের পক্ষে ৩২ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। জিশান আলম ৩৩ ও কাজী নুরুল হাসান সোহান ২২ রান করেন। বাংলাদেশের আর কোন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি।
পাকিস্তানের সাদ মাসুদ ও ফয়সাল আকরাম নিয়েছেন ৩টি করে উইকেট।
আগে ব্যাটে নেমে তিন ফিফটি হাঁকান পাকিস্তানের দুই ওপেনার খাজা নাফী, ইয়াসির খান ও তিনে ব্যাটে নামা আব্দুল সামাদ। নাফী ৩১ বলে ৬১, ইয়াসির ৪০ বলে ৬২ ও সামাদ ২৭ বলে ৫৬ করেন। অধিনায়ক ইরফান ২৫ রান করলে বড় সংগ্রহ আসে পাকিস্তানের।
বাংলাদেশের রাকিবুল হাসান, হাসান মাহমুদ এবং মাহফুজুর রাব্বী নেন একটি করে উইকেট।