নির্বাচনে জালিয়াতির অভিযোগে আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর পক্ষ থেকে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিটিআই চেয়ারম্যান গোহর খান বলেছেন, তার দল শনিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে এবং জনসাধারণকে এতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দেব না।
এই সময় জিডিএ, জেআই, জেইউআই-এফ, টিএলপি, এএনপিসহ বাকি দলগুলোকে বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিশ্বাস করে যে জনগণের ম্যান্ডেট পরিবর্তন করা হয়েছে, নির্বাচনে কারচুপি হয়েছে তাদেরকে এই বিক্ষোভে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারির দেশটির নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ১০১ আসনে জয়ী হয়েছেন। কিন্তু দলটির নিবন্ধন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করতে পারছে না। এছাড়াও নির্বাচনের পর থেকেই ইমরান খান ভোট কারচুপির অভিযোগ এনে বলেছেন, তার দলের সমর্থিত প্রার্থীরা আরও বেশি আসনে জয়ী হয়েছেন।