পাকিস্তানে জিম্মি ট্রেনযাত্রীদের উদ্ধারে সেনা অভিযান, বহু হতাহত

পাকিস্তানে জিম্মি ট্রেনযাত্রীদের উদ্ধারে সেনা অভিযান, বহু হতাহত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু উদ্ধার হয়েছে। সেনাবাহিনীর এই অভিযানে কমপক্ষে ১৬ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।

বিবিসি জানিয়েছে, আজ (১২ মার্চ) বুধবার আহত ১৭ যাত্রীকে দ্রুত চিকিৎসা দিতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

এর আগে মঙ্গলবার বেশ কয়েকজন সন্ত্রাসী রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি কোয়েটা থেকে পেশওয়ার, খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দিলে সীমান্তবর্তী অঞ্চলের একটি দুর্গম পর্বত্য এলাকায় সেটি দখলে নেয় জঙ্গিরা।

ওই ট্রেনের ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গেছে।

Scroll to Top