ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি শুরু করেছেন আন্দোলরত শিক্ষার্থীরা। সেইসঙ্গে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।
আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে দাবি আদায়ে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শ্রেণিকক্ষ ও শিক্ষকদের রুমে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় এবং ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করাসহ ৬ দফা দাবি আদায়ে প্রায় ৭-৮ মাস ধরে আন্দোলন করছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি ঘোষণা করে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, সরকারের সঙ্গে বৈঠক করে কোনো সমাধান না হওয়ায় তাদের এই সিদ্ধান্তে আসতে হয়েছে।
তবে আন্দোলনে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি থাকছে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।