পবিত্র কাবা শরীফ ধৌত করা হয়েছে | চ্যানেল আই অনলাইন

পবিত্র কাবা শরীফ ধৌত করা হয়েছে | চ্যানেল আই অনলাইন

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সৌদি আরবে অবস্থিত ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান, পবিত্র কাবা শরীফ (বায়তুল্লাহ) ধৌত করা হয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে এই বছরের ধৌত কার্যক্রমের নেতৃত্ব দেন মক্কার উপ-আমির প্রিন্স সৌদ বিন মিশাল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) প্রিন্স সৌদ মসজিদুল হারামে পৌঁছানোর পর জমজমের পানি ও গোলাপজল মিশ্রিত বিশেষ পানি দ্বারা কাবার অভ্যন্তর ধৌত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ধৌত কার্যক্রম শুরু হয় গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর জেনারেল অথরিটির তত্ত্বাবধানে।

সাদা কাপড়ের টুকরো দিয়ে কাবার ভেতরের দেয়াল, মেঝে ও অন্যান্য স্থান পরিষ্কার করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর সুপ্রিম অথরিটির শীর্ষ কর্মকর্তারা, আন্তর্জাতিক ইসলামিক মিশনের প্রতিনিধি এবং সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্যগণ।

ঐতিহাসিক রীতি অনুসারে প্রতি বছর কাবা শরীফের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে সৌদি রাজপরিবার। এটি ইসলামি ঐতিহ্যের এক গর্বিত বহিঃপ্রকাশ হিসেবে বিশ্বব্যাপী মুসলিমদের নিকট অত্যন্ত সম্মানজনক একটি অনুষ্ঠান।

Scroll to Top