এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্রে না নেয়ার দাবিতে সিইসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার পর থেকে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
তারা বলছেন, বিগত সরকারের সময়ে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া হয়েছিলো। নতুন করে আবার সেই অপতৎপরতা শুরু হয়েছে।
জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন ২০২৫’ নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে।