বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) পূর্বে পেমব্রোক শহরের কাছে গতকাল শুক্রবার দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসায় সহায়ক হেলিকপ্টার পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। পরে তারা তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে।
বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। তাঁদের বয়স ১ থেকে ৭৪ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন। ধারণা করা হচ্ছে, তাঁদের অধিকাংশই সিটবেল্ট পরা ছিলেন না। অন্য যাত্রীরা কয়েক ঘণ্টা বাসটির ভেতরে আটকে ছিলেন।