ধান নয়! বিকল্প চাষ হিসেবে মাসকলাই চাষ করছেন চাষিরা

ধান নয়! বিকল্প চাষ হিসেবে মাসকলাই চাষ করছেন চাষিরা

ধান নয়! বিকল্প চাষ হিসেবে মাসকলাই চাষ করছেন চাষিরা
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী অনেকের কাছেই বেশ পরিচিত। এই পূর্বস্থলীর চাষিরা শুধুমাত্র ধান চাষ নয়, বিকল্প চাষ হিসেবে বর্তমানে তাঁরা বিভিন্ন ধরনের চাষ করছেন। কোনও চাষি সবজি চাষ করছেন, আবার কেউ ফল চাষ করছেন, আবার অনেকে ফুল চাষও করে থাকেন। তারই মধ্যে এবার কিছু চাষিকে দেখা গেল মাসকলাই চাষ করতে।

Scroll to Top