ধর্ষণের পর হত্যার দায়ে ফাঁসি

ধর্ষণের পর হত্যার দায়ে ফাঁসি
KSRM

মুন্সিগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালী বাজারস্থ চাঁন সুপার মার্কেটের দর্জির দোকানে ১০ম শ্রেণির ছাত্রী লায়লা আক্তার লিমুকে ধর্ষণের পর হত্যা মামলায় দর্জি দোকানের মালিক খোকনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা এই আদেশ দেন।

Bkash July

খোকন সিরাজদিখান উপজেলার পাউসারের বাবুল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগষ্ট বিকালে শ্রীনগরের বাড়ৈখালী গ্রামের আব্দুল মতিন মিয়ার মেয়ে লিমু বাড়ির পাশের বাজারে কাপড় কিনতে গেলে চাঁন সুপার মার্কেটে অবস্থিত খোকন মিয়ার দর্জির দোকানের ভিতর নিয়ে ধর্ষণ করে লিমুকে। পরে লিমুকে হত্যার পর বস্তাবন্দি করে মার্কেটের পাশে ইছামতি নদীর তীরে ফেলে রাখে খোকন।

Reneta June

এই ঘটনায় লিমুর বাবা আব্দুল মতিন মিয়া বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। সেই মামলায় এই রায় দেন বিচারক।

I Screen Ami k Tumi
Scroll to Top