দেশের হয়ে খেলাটাই আসল ফারজানার কাছে

দেশের হয়ে খেলাটাই আসল ফারজানার কাছে
দেশের হয়ে খেলাটাই আসল ফারজানার কাছে

ফারজানার আগে ক্রিকেটার হিসেবে সর্বশেষ বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। ফারজানার আশা, পরের প্রজন্ম ছাড়িয়ে যাবে তাঁদেরকেও, ‘আমি তরুণদের বলব, সাফল্যের দিকে না তাকিয়ে নিজের প্রক্রিয়ার কথা ভাবতে। তাহলেই ভালো কিছু হবে। তারা ভালো সুযোগ–সুবিধা পাচ্ছে। সবাই চেষ্টাও করছে। আমার আগেও সালমা আপুরা এ পুরস্কার পেয়েছেন। নিজের কাজটা ঠিকঠাক করতে পারলে আমার সমসাময়িক এবং পরের প্রজন্মের ক্রীড়াবিদেরা আরও সাফল্য পাবে।’

জাতীয় দলের হয়ে বেশ ব্যস্ত সময় ফারজানাদের সামনে। ঘরের মাঠে ভারতের সঙ্গে সিরিজ এ মাসেই, এ বছর দেশের মাটিতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। ব্যক্তিগত সাফল্য ছাপিয়ে এখন তাঁর দৃষ্টি দলীয় সাফল্য অর্জনের দিকে। নিজেকে ‘বাস্তববাদী’ মনে করা ফারজানা বলছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি দলটা খুব একটা ভারসাম্যপূর্ণ না হলেও সমন্বিত পারফরম্যান্সে সম্ভব ভালো কিছু করা।

Scroll to Top