বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
সোমবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরাচারী শাসনামলে বিএনপি’র নেতা-কর্মীরা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরো বলেছেন, বিএনপি’র মূল লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা।