আহমেদ জামান শিমুল
হিন্দি ছবি অ্যানিমেলের আন্তর্জাতিক ভার্সনের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড। কিন্তু ছবিটির আমদানিকারক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু ৩ ডিসেম্বর সারাবাংলাকে জানিয়েছিলেন, দেশের দর্শকরা ছবিটি ২৬ মিনিট কম দেখতে পাবে। তিনি বোর্ডে ২ ঘণ্টা ৫৫ মিনিটের মত একটি ভার্সন জমা দিয়েছেন। যেটিকে তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের জন্য বানানো বিশেষ ভার্সন। তবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সেন্সর বোর্ডের কর্মকর্তারা সারাবাংলাকে জানিয়েছে, অ্যানিমেল আমদানিকারক সেন্সরের জন্য জমা দিয়েছেন ২ ঘণ্টা ৫০ মিনিটের একটি ভার্সন। অর্থাৎ দেশের দর্শকরা অন্য দেশের দর্শকের চেয়ে ৩০ মিনিট কম উপভোগ করবেন ছবিটির।
দেশে আন্তর্জাতিক ভার্সনের চেয়ে দেশে ছোট ভার্সন মুক্তি প্রসঙ্গে আমদানিকারক লিপু সারাবাংলাকে বলেন, ‘আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি।’
আপনারা কি কালকেই মুক্তি দিবেন? ‘না, না। এত তাড়াহুড়া নেই। আমরা সেন্সর সার্টিফিকেট হাতে ফেলে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তি দিতে চাই ছবিটি,─’বলেন লিপু।
‘অ্যানিমেল’ ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার (৪ ডিসেম্বর)। তবে বোর্ড সদস্য কাজী হায়াৎ সারাবাংলাকে জানিয়েছেন আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হবে।
ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড। ছবিটি বাংলাদেশে আমদানি করছে কিবরিয়া ফিল্মস। তারা গেল ২৩ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ছবিটি আমদানির অনুমতি পায়। তবে বেশ কিছু জটিলতার কারণে সেন্সর বোর্ডে রোববার (৩ ডিসেম্বর) বিকেল নাগাদ তারা ছবিটি জমা দেয়।
সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘অ্যানিমেল’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’।
‘অ্যানিমেল’-এর ট্রেলারে চমক দেখিয়েছেন রণবীর কাপুর। নায়ক রণবীরের হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্ত ও সমালোচকরা। সেই সঙ্গে অনিল কাপুর ও ববি দেওলকে নিয়েও নেটিজেনদের আগ্রহ তুমুল। সবকিছু বিবেচনায় সিনেবিশ্লেষকদের ধারণা, ‘ব্রহ্মাস্ত্র’র পর আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন তিনি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর।
‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে, এবং পর্দায় তাদের মধ্যকার জটিল পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১১৬ কোটি রুপী।
উল্লেখ্য, হল মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গেল এপ্রিলে আগামী দুবছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দেয়। ছবিগুলো আসবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায়। এর আওতায় ইতোমধ্যে মুক্তি পেয়েছে ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’।
সারাবাংলা/এজেডএস