দুর্দান্ত লিটন, সিলেটকে হারিয়ে দ্বিতীয় জয় ঢাকার | চ্যানেল আই অনলাইন

দুর্দান্ত লিটন, সিলেটকে হারিয়ে দ্বিতীয় জয় ঢাকার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চট্টগ্রাম থেকে: আসর ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। একের পর এক হারে পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান। সিলেটে লিটন দাস ও তানজিদ তামিমের জোড়া সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়ার ম্যাচে রাজশাহীকে হারিয়েছিল দলটি। চট্টগ্রামে এসেও হার দেখতে হয়েছে। তবে নিজেদের নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশ রানের কাছাকাছি সংগ্রহ গড়েছিল ঢাকা। সিলেট জয়ের কাছাকাছি পৌঁছে ৬ রানে হেরে যায়। আসরে অষ্টম ম্যাচে সিলেটের ষষ্ঠ হার এটি। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে নেমেছে তারা। আর সিলেটকে হারিয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে ছয়ে উঠেছে ঢাকা।

সাগরিকায় টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৬ রান করে। জবাবে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেট।

ঢাকার ব্যাটারদের মধ্যে লিটন ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংস সাজানো ছিল চারটি করে চার ও ছক্কায়। থিসারা পেরেরা তিনটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩৭ রান করেন। ২১ বলে ২৪ রান করেন সাব্বির রহমান। ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ১৬ বলে ২২ রান।

GOVT

সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন টিপু সুলতান ও সামিউল্লাহ শেনওয়ারি। রুয়েল মিয়া ও সুমন খান নেন একটি করে উইকেট।

জবাবে নেমে লড়াই করে সিলেট। ওপেনার রনি তালুকদার ৯ চারে ৪৪ বলে ৬৮ রান করেন। ৩২ বলে ৩৬ রান করেন অ্যারন জোন্স। অধিনায়ক আরিফুল হক দুই চার ও তিন ছক্কায় ১৩ বলে ২৯ রান করেন। জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ১৩ বলে ২৮ রান। সামিউল্লাহ ৪ বলে ১২ রান করেন।

ঢাকার হয়ে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। মোসাদ্দেক হোসেন ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।

Scroll to Top