দিনাজপুরে আবারও চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।বেড়েছে সব ধরনের চালের দাম। খুচরা ও পাইকারি বাজারে প্রায় সব রকম চালে কেজি প্রতি বেড়েছে ২ টাকা থেকে ৩ টাকা। বেড়েছে ধানেরও দাম। এক সমপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতিবস্তা ধানের দাম বেড়েছে দেড়’শ থেকে থেকে দুই’শ টাকা।