দগ্ধ রোগীদের রক্তের সংকট নেই, প্রস্তুত আছেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবী – DesheBideshe

দগ্ধ রোগীদের রক্তের সংকট নেই, প্রস্তুত আছেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবী – DesheBideshe

দগ্ধ রোগীদের রক্তের সংকট নেই, প্রস্তুত আছেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবী – DesheBideshe

ঢাকা, ২৪ জুলাই – ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের জন্য প্রয়োজনীয় রক্ত (সব ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, কোনো গ্রুপের রক্তের সংকট নেই। প্রয়োজনীয় রক্ত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে।

বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য জানান তিনি। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যেহেতু এ ধরনের রোগীর ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞরা মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সঙ্গে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে।

এমতাবস্থায় কোনো গ্রুপের রক্তের সংকট নেই। এমনকি সে ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবাইকে এ বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে। যে কোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডেপুটি সিভিল সার্জন সরকার ফারহানা কবীরের সঙ্গে যোগাযোগ (০১৭৯২৭৪৪৩২৫) করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ জুলাই ২০২৫



Scroll to Top