তাবলিগে গিয়ে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

তাবলিগে গিয়ে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এসএসসি পরীক্ষা শেষে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়েছিল মেধাবী ছাত্র কাজী নাহিয়ান (১৬)। তাবলিগের সাথীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাতার না জানা কাজী নাহিয়ান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় মৃতের জানাজা শেষে ওইদিন রাতেই বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের পারিবারিক কবরস্তানে কাজী নাহিয়ানের লাশ দাফন করা হয়।

কাজী নাহিয়ান তার নানা গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশুনা করতো। বরিশাল বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কাজী নাহিয়ান ছিল সবার বড়।

নাহিয়ানের মামা কাজী রনি জানান, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে গত শনিবার (২৪ মে) নাহিয়ান ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়।

তিনি জানান, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতের সাথীদের সাথে ছিল কাজী নাহিয়ান। গতকাল যোহর নামাজের আগে কয়েকজন সাথীদের সাথে পাশের নদীতে গোসল করতে যায় নাহিয়ান। এসময় সাতার না জানা নাহিয়ান পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

সন্ধ্যার পর নাহিয়ানের লাশ তার শিক্ষাপ্রতিষ্ঠান টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসলে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের আর্তনাদে ওই এলাকার আকাশ-বাতাস ভাড়ি হয়ে ওঠে। পরে সেখানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি বরিশালের বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Scroll to Top