ঢাকা ও আশপাশের এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ | চ্যানেল আই অনলাইন

ঢাকা ও আশপাশের এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ শুক্রবার ১৫ আগস্ট সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা জেলা ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ১৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ সময়ের মধ্যে ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস আরও জানিয়েছে, আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Scroll to Top