ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ১০৯৪

ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ১০৯৪

ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ১০৯৪

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪ জন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৫৩ জন এবং ঢাকার বাইরের ৮৪১ জন। আর মৃতদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন এবং ঢাকার বাইরের ২ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ৫ হাজার ৭৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ৫২৪ জন। আর এক লাখ ৯৯ হাজার ২৬৮ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে তিন লাখ ৯১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৫৭৭ জনের।

/আরএইচ

Scroll to Top