Last Updated:
আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি ও কালচিনি চা বাগান পরিদর্শনে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য।

আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ ডুয়ার্সের নারী পাচার ঘটনা নিয়ে এবার হল সক্রিয় হল জাতীয় মহিলা কমিশন। চা বাগানের নারী পাচার ইস্যুতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ড: অর্চনা মজুমদার মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি ও কালচিনি চা বাগান পরিদর্শনে আসেন। আগামিকাল শিলিগুড়িতে আলাদা আলাদাভাবে আরপিএফ এবং বিএসএফের সঙ্গে বৈঠক করবেন অর্চনা মজুমদার।