ট্রাম্পের সঙ্গে বৈঠকের উপযুক্ত স্থান হতে পারে সংযুক্ত আরব আমিরাত – DesheBideshe

ট্রাম্পের সঙ্গে বৈঠকের উপযুক্ত স্থান হতে পারে সংযুক্ত আরব আমিরাত – DesheBideshe

ট্রাম্পের সঙ্গে বৈঠকের উপযুক্ত স্থান হতে পারে সংযুক্ত আরব আমিরাত – DesheBideshe

মস্কো, ০৭ আগস্ট – আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা। পুতিন মনে করেন, সেই বৈঠকের জন্য সংযুক্ত আরব আমিরাত একটি উপযুক্ত দেশ।

গতকাল বুধবার পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো গেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন পুতিন এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ব্রিফিংয়ে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের উত্তরে পুতিন বলেন, “আমাদের অনেক বন্ধু আছেন, যারা এই বৈঠক আয়োজনের মধ্যেমে আমাদের সহযোগিতা করতে চান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টও তাদের মধ্যে একজন।”

“যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়েই এ বৈঠকের জন্য আগ্রহী এবং আমার মতে বৈঠকের জন্য খুবই উপযুক্ত জায়গা হতে পারে সংযুক্ত আরব আমিরাত”, ব্রিফিংয়ে বলেন পুতিন।

ট্রাম্প-পুতিনের বৈঠকে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও ডাকা হয়— তাহলে আপত্তি করবেন কি না— এ প্রশ্নের উত্তরে পুতিন বলেন, “আমি আপত্তি করব না, তবে যদি এমন কিছু হয়— সেক্ষেত্রে আমি প্রত্যাশা করব যে আগেই ব্যাপারটি আমাকে জানানো হবে।”

ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ জানিয়েছিলেন ট্রাম্প। গতকাল বুধবার পুতিনের সহকারী ও ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সম্মত পুতিন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় থেকে জানানো হয়, আগামী সপ্তাহেই হতে পারে ভোট।

তবে বৈঠকের স্থান হিসেবে পুতিনের প্রস্তাবের কোনো প্রতিক্রিয়া এখনও আসেনি হোয়াইট হাউস থেকে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ আগস্ট ২০২৫



Scroll to Top