টিম অব দ্য টুর্নামেন্টে ভারতের ‘৬’, অস্ট্রেলিয়ার ‘২’

টিম অব দ্য টুর্নামেন্টে ভারতের ‘৬’, অস্ট্রেলিয়ার ‘২’
টিম অব দ্য টুর্নামেন্টে ভারতের ‘৬’, অস্ট্রেলিয়ার ‘২’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৯ নভেম্বর পর্দা নেমেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর। স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ বারের মত বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।

১০ দলের এই টুর্নামেন্টে দাপট দেখিয়েছে ক্রিকেটাররা। তাঁদের মধ্যে ১১ জন জায়গা পেয়েছেন আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে। টিম অব দ্য টুর্নামেন্টে আছেন ৫ দলের ক্রিকেটার।

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার আপ ভারত, বাকি দুই সেমি ফাইনালিস্ট নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছেন শ্রীলঙ্কার ক্রিকেটারও।

সর্বোচ্চ ৬ জন আছেন ভারতের। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আছেন কেবল ২ জন। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার ও দক্ষিণ আফ্রিকার আছেন ১ জন করে।

দলটির অধিনায়ক রোহিত শর্মা, উইকেটরক্ষক কুইন্টন ডি কক। দ্বাদশ ক্রিকেটার হিসাবে আছেন জেরাল্ড কোয়েটজে।

ধারাভাষ্যকার ইয়ান বিশপ, কাস নাইডু, শেন ওয়াটসন, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান ও সাংবাদিক সুনীল বৈদ্য নির্বাচন করেছেন দল।

আইসিসি টিম অব দ্য টুর্নামেন্ট-

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক- ৫৯.৪০ গড়ে ৫৯৪ রান), রোহিত শর্মা (ভারত, অধিনায়ক- ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান), ভিরাট কোহলি (ভারত- ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড- ৬৯ গড়ে ৫৫২ রান), লোকেশ রাহুল (ভারত- ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া- ৬৬.৬৬ গড়ে ৪০০ রান ও ৬ উইকেট), রবীন্দ্র জাদেজা (ভারত- ৪০ গড়ে ১২০ রান ও ২৪.৮৭ গড়ে ১৬ উইকেট), জাসপ্রীত বুমরাহ (ভারত- ১৮.৬৫ গড়ে ২০ উইকেট), দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা- ২৫ গড়ে ২১ উইকেট), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া- ২২.৩৯ গড়ে ২৩ উইকেট) ও মোহাম্মদ শামি (ভারত- ১০.৭০ গড়ে ২৪ উইকেট)।

দ্বাদশ ক্রিকেটার- জেরাল্ড কোয়েটজে (দক্ষিণ আফ্রিকা- ১৯.৮০ গড়ে ২০ উইকেট)।

Scroll to Top