বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকে ব্যাটারদের ভিন্নধর্মী অনুশীলন করাচ্ছেন জুলিয়ান উড। বিশেষভাবে তৈরি একটি ব্যাট ব্যবহার করছেন, যার নাম প্রো ভেলোসিটি। এটি দিয়ে ব্যাটারদের উন্নত হিটিং স্কিল গড়ে তুলতে কাজ করছেন তিনি। প্রো ভেলোসিটি ব্যাট মূলত শরীর ও ব্যাটের টাইমিং, ব্যাট স্পিড এবং কন্ট্রোল বাড়ানোর লক্ষ্যে তৈরি।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে সোমবার অনুশীলন বাতিল হয়েছে টাইগারদের। দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাকের তুলে ধরলেন জুলিয়ানের অনুশীলন কৌশল, ‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ করছে জুলিয়ান। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’
উডের সঙ্গে বিসিবির চুক্তি ২৮ দিনের। ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এসময়ের মধ্যে আমূল পরিবর্তন খুব একটা সম্ভব না হলেও উন্নতি চোখে পড়ার মতো হবে বলেই মনে করছেন জাকির।
‘পরিবর্তনগুলো ম্যাচ ছাড়া পরিমাপ করা যাবে না। যেহেতু দুই-তিনদিনই হল, বেশিরভাগই স্কিল নিয়ে কাজ হয়েছে, সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরও আলাদা কিছু হবে। এত তাড়াতাড়ি মন্তব্য করাটা ঠিক হবে না যে কী উন্নতি হয়ে গেল, কী না হল। আরও একটু সময় লাগবে। কিন্তু আমাদের যে কাজগুলো দেয়া হয়েছে, সেটা করার চেষ্টা করছি। তাই এই সুইং অনুশীলনগুলো কিংবা ভিন্ন ড্রিলসগুলো অবশ্যই কাজে আসবে।’
এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ফ্লাইট ধরবে লাল-সবুজের দল। তার আগে সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ডের অন্য পরিচালকরাও। প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া ছাড়াও দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা এবং শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।