জ্বালানি তেলের বাজারে সৌদি চমক

জ্বালানি তেলের বাজারে সৌদি চমক

২০২৭ সালের মধ্যে সৌদি আরামকোর দৈনিক উৎপাদন ১ কোটি ৩০ লাখ ব্যারেলে উন্নীত হওয়ার কথা ছিল। কিন্তু তাদের তেল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা বাদ দেওয়ার কারণে জ্বালানির বাজারে আবার একধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ বলেছে, বিশ্ব অর্থনীতির গতি কমে যাওয়ার কারণে চলতি বছর তেলের চাহিদা কমবে। সেই সঙ্গে চলতি দশকের মধ্যভাগে বৈদ্যুতিক গাড়ির বিক্রি চূড়ান্ত পর্যায়ে উঠবে। সে কারণে জ্বালানি তেলের চাহিদা আর তেমন একটা বাড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণা বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। বাইডেন আশা করেছিলেন, সৌদি আরব তেল উৎপাদন বৃদ্ধি করলে দাম কিছুটা কমবে।

Scroll to Top