জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়টি চূড়ান্ত করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, “জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা নিঃসন্দেহে আপনারাও চান। সে কারণেই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু বিষয় আছে যেগুলোর আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে।”
এছাড়া জাতীয় সংসদে উচ্চ কক্ষের বিষয়ে আগামী দুই দিন পরে সিদ্ধান্ত জানানো যাবে বলে উল্লেখ করেন তিনি।
আলী রীয়াজ বলেন, “এখানে দুটো বিষয় বলে রাখি উচ্চ কক্ষ বিষয়ক আলোচনায় কমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম এ সপ্তাহান্তে শুক্রবার, শনিবারের আলোচনায় এসে আপনাদেরকে কমিশনের সিদ্ধান্তগুলো জানাতে পারবো।”
“কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, এটি আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থানগুলো আমরা আবার পর্যালোচনা করছি। আমরা আশা করছি আগামী দুই দিন পরে এ বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারি।”
তত্ত্ববধায়ক সরকারের বিষয়ে চারটি রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি।
দলগুলো হলো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেনস পার্টি ও জামায়াতে ইসলামী। তিনি জানান, এসব প্রস্তাব বিভিন্নভাবে পর্যালোচনা করার পর কমিশন একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সমন্বিত জায়গায় যাওয়া, যেটা আপনাদের-আমাদের ইচ্ছা ও সকলের প্রচেষ্টা।”