জুলাই গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত ৯ মাসে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি অথবা তাঁদের পরিবারের সদস্যদের ওপর অন্তত ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৩৩টি ঘটেছে আন্দোলনে জড়িত ব্যক্তি ও তাঁদের পরিবারের সঙ্গে। বাকি ৩টি ঘটনা ঘটেছে আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে। ৩৬টি হামলার ঘটনার মধ্যে ১৩টিতে যোগ ছিল আওয়ামী লীগ অথবা এর অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের। আর ৯টি হামলায় জড়িত ছিলেন বিএনপি ও এর অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
জুলাই গণ–অভ্যুত্থানের পর অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও তাঁদের পরিবারের সদস্য এবং অংশগ্রহণকারীদের ওপর হামলা–নিপীড়নের একটি বিশ্লেষণ করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ‘বাংলাফ্যাক্ট টিম’। তাদের বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। বাংলাফ্যাক্ট টিম বলেছে, এসব ঘটনার বাইরে আরও হামলার ঘটনা ঘটে থাকতে পারে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়নি কিংবা গণমাধ্যমে প্রকাশিত হলেও গবেষণা–সীমাবদ্ধতার কারণে ফলাফলে উঠে আসেনি।