জামিন নিতে এসে কারাগারে দুই উপজেলা আ.লীগের সভাপতি – DesheBideshe

জামিন নিতে এসে কারাগারে দুই উপজেলা আ.লীগের সভাপতি – DesheBideshe

জামিন নিতে এসে কারাগারে দুই উপজেলা আ.লীগের সভাপতি – DesheBideshe

রাজবাড়ী, ০৯ মার্চ – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন রাজবাড়ীর ২ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

রোববার (৯ মার্চ) দুপুরে রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত দুই নেতা হলেন- রাজবাড়ী সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি রমজান আলী খান (৫৯) এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী (৬০)।

জানা যায়, গ্রেপ্তারকৃত দুজ‌নই উচ্চ আদালত থে‌কে আগাম জা‌মিন নি‌য়ে‌ছি‌লেন। জা‌মি‌নের মেয়াদ শেষ হ‌য়ে‌ গে‌লে রাজবাড়ী আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন ক‌রেন। আদালত জা‌মিন না দি‌য়ে দুজন‌কে কারাগা‌রে পা‌ঠা‌নোর নি‌র্দেশ দেন। এ দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, রমজান আলী খান ও মোস্তফা মুন্সী আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তা‌হের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা রাজবাড়ী আদালতে হা‌জির হ‌য়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ মার্চ ২০২৫



Scroll to Top