ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। সেটিও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে। সিরিজের পাশাপাশি বাংলাদেশ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের হৃদয়ও! ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ যেমন একটি ঘটনা টেনে বলছেন, বাংলাদেশের দুই ক্রিকেটারকে আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া উচিত।
তৃতীয় টি-টুয়েন্টিতে ওবেদ ম্যাককয় বাউন্ডারির কাছে একটি ক্যাচ নিতে গিয়ে পড়েছিলেন চোটে। জাকের আলী ও শামীম হোসেন দৌড়ে ততক্ষণে নেন ২ রান। তৃতীয় রানটাও হতো অনায়াসে। কিন্তু ম্যাককয়কে আহত হতে দেখে ক্রিজের অপরপ্রান্তে থাকা শামীমকে হাত উঁচিয়ে থামান জাকের। শামীমও ব্যাপারটা বুঝতে পেরে রানের জন্য দৌড়াননি আর।
জাকের-শামীমের এ ঘটনাকে তাৎক্ষণিকভাবে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ আখ্যা দেন ওয়েস্ট ইন্ডিজের ধারাভাষ্যকার ইয়ান বিশপ। পরে এক্স হ্যান্ডলে লেখেন, ‘২০২৪ সালে যদি আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, তাহলে পরামর্শ দিবো এই মুহূর্তটা বেছে নিতে। যখন তৃতীয় টি-টুয়েন্টিতে আউটফিল্ডে ম্যাককয়কে চোট পেতে দেখে তৃতীয় রান নেয়নি জাকের ও শামীম।’