জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার, লঙ্কানদের টানা দ্বিতীয় হার | চ্যানেল আই অনলাইন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার, লঙ্কানদের টানা দ্বিতীয় হার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার দেখেছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। লঙ্কান মেয়েদের ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে অস্ট্রেলিয়া।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ৯৩ রানে থামে তারা। জবাবে নেমে ১৪.২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।

GOVT

অস্ট্রেলিয়া বোলারদের তোপে লঙ্কান ব্যাটারদের অসহায় আত্মসর্ম্পণ করতে হয়েছে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল তিন ব্যাটার। সর্বোচ্চ ২৯ রান করেছেন নিলাক্ষিকা সিলভা। ৪০ বলের ইনিংস থেকে অপরাজিত থাকেন। ৩৫ বলে ২৩ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। ১৫ বলে ১৬ রান করেন আনুশ্কা সাঞ্জেওয়ানি।

অজি বোলারদের হয়ে মেগান স্কট ৪ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নেন। সোপি মোলিনেক্স নেন দুই উইকেট।

জবাবে নেমে দ্রুতই টপঅর্ডারের দুব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। ওপেনার অ্যালিসা হিলি দলীয় ৪ রানে ও তিনে নামা জর্জিয়া ওয়ারেহাম ফিরে যান ৩ রান করে। আরেক ওপেনার বেথ মুনি একপ্রান্ত আগলে রেখে অপরাজিত থেকেই অজিদের জয় নিশ্চিত করেন। মাঝে অবশ্য আরও দুই ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। এলিস পেরি ১৫ বলে ১৭ রানে এবং অ্যাশলে গার্ডানার ১৫ বলে ১২ রান করেন। বেথ মুনি অপরাজিত থাকেন ৩৮ বলে ৪৩ রান করে। পোয়েব লিচফিল্ড ৯ বলে ৯ রান করেন।

লঙ্কানদের হয়ে একটি উইকেট নেন সুগান্ধিকা কুমারী, ইনোকা রানাভিরা ও উদেশিকা প্রবোধনী।

Scroll to Top