‘ছাত্রদল ক‍্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে হামলা করে ছাত্রশিবিরের ওপর দায় দেয়ার ষড়যন্ত্র করছে’

‘ছাত্রদল ক‍্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে হামলা করে ছাত্রশিবিরের ওপর দায় দেয়ার ষড়যন্ত্র করছে’

জুমবাংলা ডেস্ক : কুয়েটের ঘটনায় ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পথেই হাঁটছে বলে জানিয়েছেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ইসলামি ছাত্রশিবির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘ছাত্রদল ক‍্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে হামলা করে ছাত্রশিবিরের ওপর দায় দেয়ার ষড়যন্ত্র করছে’

তিনি বলেন, ‘কুয়েটের ঘটনায় ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পথেই হাঁটছে। ছাত্রদল পরিকল্পিতভাবে ক‍্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে সাধারণ ছাত্রদের ওপর হামলা করে ছাত্রশিবিরের ওপর দায় দেয়ার ষড়যন্ত্র করছে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্র রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি চালু রাখায় শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি হয়েছে। যাতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে।’

ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনকে ছাত্রদল অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়াকে বর্তমান সরকারের ব্যর্থতা বলে মনে করেন জাহিদুল ইসলাম।

বাংলাদেশে আসছে নতুন ক্যাপ্টেন আমেরিকা

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, কিশোর গ্যাং সক্রিয় হচ্ছে যা উদ্বেগজনক।’ এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করতে পারলে সংশ্লিষ্ট উপদেষ্টার পদত্যাগের দাবির জানান তিনি।

Scroll to Top