তারকাদের ভিড়ে সৌদি প্রো লিগের দল আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ছয় মাসেই সৌদিতে সেই অভিযানের শেষ টানলেন লিভারপুলের সাবেক চ্যাম্পিয়ন্স লিগজয়ী তারকা। ইত্তিফাকের সাথে সম্পর্কের শেষ টেনে আড়াই বছরের চুক্তিতে ডাচ ক্লাব আয়াক্সে যোগ দিয়েছেন তিনি।
ডাচ জায়ান্ট আয়াক্স জানিয়েছে, ‘জর্ডান হেন্ডারসনের সাথে একটি চুক্তিতে সম্মত হয়েছে আয়াক্স। গত ছয় মাস ধরে এ মিডফিল্ডার আল ইত্তিফাকে খেলছিলেন। ইংল্যান্ডের হয়ে ৮১ ম্যাচ খেলা হেন্ডারসন সৌদি ক্লাবটির সাথে চুক্তি শেষ করতে সম্মত হয়েছেন।’
চুক্তি শেষ করতে সম্মত হওয়া হেন্ডারসন ক্লাবের উদ্দেশ্যে বলেছে, ‘ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, সেই সাথে সমর্থক এবং যারা এর সাথে যুক্ত ছিলেন, সৌসুমের বাকি সময়ের জন্য শুভ কামনা। জানি অনেক পরিশ্রম হয়েছে এবং ভবিষ্যতে তা শোধ করবো।’
সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী সাদ আল আজিজ বিশ্বাস করেন জর্ডান হেন্ডারসন যেভাবে বিতর্ক সৃষ্টি করে চলে গেলেন তা ‘ফুটবলের অংশ মাত্র’ এবং গ্রীষ্মের এ মৌসুমে ‘আরও ভালো খেলোয়াড়’ যোগদান করবে লিগটিতে, সেই প্রতিশ্রুতি পেয়েছেন।