২০১৯ সালের ২৪ জুলাই পথচলা শুরু করে অনুস্বর। একই বছরের সেপ্টেম্বরে দলটি মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘অনুদ্ধারণীয়’। এরপর একে একে মঞ্চে আসে ‘মূল্য অমূল্য’, ‘তিন কড়ি’, ‘রায়মঙ্গল’, ‘হার্মাসিস ক্লিওপেট্রা’, ‘জীবন’, ‘হুতাশ মরণ’, ‘জাদুকর’, ‘বিবিধ শোক অথবা সুখ’, ‘মহাশূন্যে সাইকেল’ এবং ‘বন্ধঘড়ি’।
নিয়মিত মঞ্চায়নের একটা বড় বাধা হলো মঞ্চ। বাংলাদেশে এ সমস্যায় বহু নাট্যদল ভুগছে। অনুস্বর এ সংকট থেকে উত্তরণের চেষ্টা করেছে নিজস্ব স্টুডিও গড়ে। রাজধানীর কাকরাইলে ৬৭/৪, পাইওনিয়ার রোডের এই স্টুডিওতে চলছে দলীয় মহড়া, কর্মশালা ও নিয়মিত নাটকের প্রদর্শনী। ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’-এর প্রথম মঞ্চায়নও সেখানেই হবে।