চ্যাম্পিয়ন হয়েও স্বর্ণ জেতা হয়নি ইরানের, রানার্সআপ ভারতের ঘরে গেল সোনা | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন হয়েও স্বর্ণ জেতা হয়নি ইরানের, রানার্সআপ ভারতের ঘরে গেল সোনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্যারালিম্পিকে জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন বেইত সাদেঘ। সোনা জয়ের আনন্দ উদযাপনও করেছেন ইরানের অ্যাথলেট। তবে আচরণবিধি ভঙ্গের দায়ে সাদেঘেরকে ফাইনালে অযোগ্য ঘোষণা করে পদক বাতিল করেছে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। তাতে ভাগ্য খুলেছে ভারতের। রানার্সআপ হওয়া নবদ্বীপ সিং জিতেছেন সোনা।

শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত প্যারালিম্পিককে খর্বকায় খেলোয়াড়েরা জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে খেলেন। প্যারিসে ছেলেদের প্রতিযোগিতায় সাদেঘ ৪৭.৬৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন। নতুন রেকর্ড নিশ্চিত হতেই বাতাসে হাত ছুড়ে লম্বা দৌড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাদেঘ। এরপর আরবি লেখা সংযুক্ত একটি কালো পতাকা হাতে নেন।

জ্যাভেলিনে আনস্টপেবল উদযাপনকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। পাশাপাশি দেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকাও বহন করা নিষিদ্ধ। দুটি কারণে কার্ড দেখার শঙ্কা থাকে। তবে সাদেঘকে অযোগ্য করার কোনো সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকসের বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধি ও নৈতিকতাবিষয়ক ৮.১ ধারা ভঙ্গ করেছেন সাদেঘ।

সাদেঘ ‘অযোগ্য’ ঘোষিত হওয়ায় স্বর্ণ জেতেন ভারতের নবদ্বীপ। ৪৭.৩২ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে দ্বিতীয় হয়েছিলেন। প্যারালিম্পিকের এই ইভেন্টে এটি ভারতের প্রথম সোনা।

Scroll to Top