এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের ধারণক্ষমতা ছিল প্রায় ২০ হাজার। স্বাগতিকদের স্তব্ধ করে দেন ঋতুপর্ণা চাকমা। তার আগের কাজটি সারেন মনিকা চাকমা। দুজনের গোলে নেপালকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছেন সাবিনা-মনিকা-ঋতুপর্ণারা।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটার দিকে অবতরণ করে সাবিনাদের বহনকারী উড়োজাহাজটি। টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ সারা দেশের মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার প্রস্তুতি সারা হয়েছে। আয়োজন করা হয়েছে ছাদখোলা বাসে সংবর্ধনার। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে রওনা করে বাফুফে ভবনে যাবেন বিজয়ীরা।
নেপাল থেকে রওনা করার আগে টিম হোটেলে কেক কেটেছে বাংলাদেশ দল। একপাশে শিরোপা রেখে আরেকদিকে রাখা কেক কেটেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এরপর দলের সবাই বাসে উঠে বিমানবন্দরের দিকে রওনা দেন।
শিরোপা নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবেন সাফজয়ীরা। সেখানে বিকেল ৫টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেলোয়াড়দের সাথে দেখা করবেন।