চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির মুখোমুখি রিয়াল মাদ্রিদ – Allrounder BD

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির মুখোমুখি রিয়াল মাদ্রিদ – Allrounder BD

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে নাপোলির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বুধবার রাত ১:০০ টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপের আরেক ম্যাচে ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হবে স্পোর্টিং ব্রাগা।

নতুন মৌসুম শুরুর পর থেকেই লস-ব্লাঙ্কোসদের ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছেন জুড বেলিংহাম। রিয়ালের বিপদের মুহুর্তে গোল করে জয় এনে দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও গোল করে দলকে জিতিয়েছেন। কার্লো আনচেলত্তির দলকে প্রয়োজনের মুহুর্তে গোল এনে দিচ্ছেন ফরোয়ার্ড হোসেলুও।

পর্তুগালের ক্লাব স্পোর্টিং ব্রাগাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা জয় দিয়ে করেছে নাপোলি। রিয়ালের বিপক্ষে তাদের ম্যাচটি সহজ হবে না। তবে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠের পরিসংখ্যান আশার পালে হাওয়া দিচ্ছে নাপোলির। ইউরোপ সেরার এই লড়াইয়ে গ্রুপ পর্বে ২১ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে ইতালিয়ান ক্লাবটি। ১৫ জয়ের বিপরীতে ড্র করেছে ৪টি। সবশেষ চার ম্যাচে জিতেছে তারা। যেখানে প্রতিপক্ষকে তিনটির বেশি করে গোল দিয়েছে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়র পর থেকেই দারুণ খেলছেন বেলিংহাম

তবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরিসংখ্যান ভালো নয় নাপোলির। দুই দলের সবশেষ চারবারের দেখায় তিন হার ও একটি ড্র করেছে তারা। ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের রেকর্ড খুবই ভালো। সবশেষ ১৫ ম্যাচের মধ্যে ১৪টি জিতেছে লস-ব্লাঙ্কোসরা। ২০১৮ সালে জুভেন্টাসের বিপক্ষে হারের পর আর কখনো ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে হারেনি রিয়াল মাদ্রিদ।

নাপোলির বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলে মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, “নাপোলি অনেক ভালো দল। তাদের মাঠে খেলা সবসময়ই কঠিন। ভালো একটা ম্যাচ হবে”

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য লাইন আপ: কেপা আরিজাবালাগা, ডেভিড আলাবা, আন্তোনিও রুডিগার, ফেরান গার্সিয়া, দানি কারভাহাল, এদুয়ার্দো কামাভিঙ্গা, অঁরেলিয়ে চুয়েমেনি, ফেদে ভালভার্দে, জুড বেলিংহাম, হোসেলু ও ভিনিসিয়ুস জুনিয়র।

Scroll to Top