এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অনেক জল গড়িয়ে হাইব্রিড মডেলেই গড়াতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর। রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানে যাবে না ভারত। যেজন্য আয়োজনে বেগ পেতে হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। জটিলতা কাটায় আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে আসরের ম্যাচের তারিখ জানায় আইসিসি। নতুন বছরের ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে ৮ দলের টুর্নামেন্টের। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, সঙ্গী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।
১৯ দিনের টুর্নামেন্টে ১৫টি ম্যাচ হবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মোট চার ভেন্যুতে লড়বে দলগুলো। ভারতের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের ছাড়া বাকি সব ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।
উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ। টিম টাইগার্স আরব আমিরাতে ম্যাচ খেলে স্বাগতিক পাকিস্তানে যাবে।
বিস্তারিত আসছে…