চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের দৌড়ে কোহলি–রবীন্দ্রর সঙ্গে আর কারা

চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের দৌড়ে কোহলি–রবীন্দ্রর সঙ্গে আর কারা

মাত্র ১৫ ম্যাচের টুর্নামেন্ট। ফাইনাল খেললে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ম্যাচ পাওয়া যায় ৫টি। ক্রিকেটারদের পরিসংখ্যানে তাই খুব বড় ওলট–পালট হচ্ছে না এ টুর্নামেন্টে। কেউ নিয়েছেন ১০ উইকেট, তো কেউ ৮টি। ব্যাটসম্যানদের রানসংখ্যা এখনো ৩০০–ও হয়নি।

টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে ফেবারিট কে, ফাইনালের আগে এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া তাই মুশকিল। আর সব সমীকরণ ঘুরে যেতে পারে ফাইনালে দুর্দান্ত একটি ইনিংস কিংবা অবিশ্বাস্য কোনো স্পেলে।

তাই চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড় হবেন কে—এ প্রশ্নের চেয়ে কারা এ পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন, সেটা বলাই নিরাপদ। আজ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে দেখে নেওয়া যাক, টুর্নামেন্ট সেরার দৌড়ে ফেবারিট কারা?

Scroll to Top